আজ ৪ অক্টোবর জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন । ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে অভিনেতা জন্মগ্রহণ করেন তিনি। দেখতে দেখতে জীবনে পঞ্চাশটি বছর পার করলেন জাহিদ হাসান।

৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।যদিও দর্শকের কাছে তিনি কৌতুক অভিনেতা হিসেবেই বেশি সমাদিত।

শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক তিনি বানিয়েছেন।

নিজের জন্মদিনে আজ দিনভর বাসাতেই থাকছেন জাহিদ হাসান। কোনো শুটিং রাখছেন না। সময় দিচ্ছেন পরিবারকে। জাহিদ হাসান বলেন, জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে আরো একটি বছর চলে গেলো। তবে ভালো লাগে যে পরিচিতি অপরিচিত নানানজনের শুভেচ্ছাবার্তা, ভালোবাসা পাই। একজন সাধারণ মানুষ হয়ে আমি দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পাই, এটাই আসলে জীবনে বড় পাওয়া।

টাইম বাংলার পক্ষ্য থেকে জাহিদ হাসানের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published.

*