উনিশ শতকের বাঙালি তারুন্যের মানচিত্র নায়করাজ রাজ্জাক আর নেই।
আজ সোমবার (২১/০৮/২০১৭) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরন করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিন। বিকাল ৫টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরিক্ষা নিরীক্ষা শেষে সোয়া ৬টায় ডাক্তার মৃত ঘোষনা করেন।
আব্দুর রাজ্জাক যিনি বাংলা চলচ্চিত্র জগতে নায়করাজ রাজ্জাক নামে পরিচিত, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সপ্তম শ্রেনিতে অধ্যায়নকালে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি। বাংলা চলচ্চিত্রে সদর্পে প্রবেশ করেন ১৯৬৬ সালে জহির রায়হানের বেহুলা নাটকে নায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তার অভিনয় জিবনে জীবন থেকে নেয়া, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অবুঝ মন, রংবাজ, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল সহ প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন এবং পরিচালনা করেন ১৬টি সিনেমা।
বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান তাকে নায়করাজ উপাধি দেন। ১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছারাও অর্জন করেন বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কারসহ আরো অসংখ্য পুরস্কার।
রোমান্টিক নায়ক হিসেবে যেমন সুখ্যাতি অর্জন করেন ঠিক তেমনি “রংবাজ” ছবিতে রাগি চরিত্রেও দর্শকের মনে আঁচ কাটেন। স্বাধীনতা উত্তর রাজনৈতিক বাস্তবতাকে ধারন করেছিলেন “রংবাজ দিয়ে”।
১৯৯০ সাল পর্যন্ত ঢালিউডের সেরা নায়ক হয়ে বেশ দাপটের সাথেই অভিনয় করেন। চলচ্চিত্র জগত তাকে মনে রাখবে আজিবন।