২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনের স্থানীয় সময় ৪টা ২৩ মিনিটে এবং বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে পরলোক গমন করেছেন এক সময়ের এই জনপ্রিয় উপস্থাপক এবং উত্তর ঢাকার মেয়র। এখনকার সময়ে, কত প্রযুক্তি, বড় অংকের বাজেটের সব অনুষ্ঠান হয় টিভি চ্যানেলগুলোতে। টিভি চ্যানেলও এতগুলো যে গুনে শেষ করা যায় না, চ্যানেল বদলালেই তারকার…